Independence War 71 Insight
Exploring the legacy of loyalty and truth.
Where the country’s key leaders were during the Liberation War (1971), after independence:
Sheikh Mujibur Rahman – He was imprisoned in Pakistan.
Khondaker Mostaq Ahmed – Although he served as Foreign Minister of the Mujibnagar Government while staying in India, he played a controversial role.
Justice Abu Sadat Mohammad Sayem – When the Pakistani army launched Operation Searchlight on March 25, 1971, he was in Dhaka. Throughout the war, he remained in Pakistani-controlled occupied Dhaka and served as a government official under the Pakistan government during the entire year of 1971.
Major Ziaur Rahman – He was a Sector Commander (Sector 11) and led numerous guerrilla operations.
Abdus Sattar – When the Liberation War began in March 1971, Abdus Sattar was a retired judge of the East Pakistan High Court serving in a post-retirement government position and was residing in Dhaka. He remained in Pakistani-controlled occupied Dhaka under the authority of the Pakistan government.
Hussain Muhammad Ershad – When the Pakistani government began its military crackdown in March 1971, Ershad was stationed in West Pakistan (present-day Pakistan). He was working in the Adjutant General’s Branch of the army in the Chaklala (Rawalpindi) area. In other words, during the Liberation War he was on Pakistani soil, not in Bangladesh. He returned to the country in 1973.
Shahabuddin Ahmed – During the Liberation War, he was serving as a District and Sessions Judge in Dhaka. That means he was employed in the judicial service under the Pakistan government at the time.
A. Q. M. Badruddoza Chowdhury – When the Pakistani army carried out repression against intellectuals, he went into hiding to save his life.
Abdur Rahman Biswas – He served as a District Commissioner (DC) during the Liberation War under the Pakistan government.
Professor Iajuddin Ahmed – He did not hold any direct military or administrative role; he was a pro-Bangladesh intellectual.
Md. Zillur Rahman – He is generally regarded as a local political figure and supporter of the Liberation War. There is no information indicating direct participation in combat or administrative leadership.
Md. Abdul Hamid – There is no evidence that he directly participated in armed fighting, but he provided political and humanitarian support.
Md. Sahabuddin Chuppu – At the time, he was a teenager/student and was staying in Dhaka or Rangpur.
Sheikh Hasina – When the Liberation War began, Sheikh Hasina fled to India. She did not return even during Bangabandhu’s rule and first came back to Bangladesh in 1978.
Khaleda Zia – She was in Bangladesh.
Shah Azizur Rahman – He supported the Pakistan government and opposed Bangladesh’s Liberation War. After independence, he was convicted and sentenced.
Abu Sadat Mohammad Sayem – During the Liberation War, he served in the judiciary as part of the administrative structure of the Pakistan government.
Ataur Rahman Khan – He was not seen as an active freedom fighter during the Liberation War.
Kazi Zafar Ahmed – During the Liberation War, he was involved in politics on the side of the Pakistan government. He did not take any direct role in support of the Liberation War or with the Mujibnagar Government.
স্বাধীনতার পর দেশের কর্ণধারগণ স্বাধীনতা যুদ্ধের সময় কে কোথায় ছিলেনঃ
১। শেখ মুজিবর রহমান - পাকিস্তানে বন্দী ছিলেন
২। খন্দকার মোশতাক আহমেদ - ভারতে থেকে প্রবাসী সরকারের পররাষ্ট্র মন্ত্রী থাকলেও বিতর্কিত ভুমিকা পালন করেন
৩। বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম - ২৫ মার্চ ১৯৭১ পাকিস্তানি সেনাবাহিনী "অপারেশন সার্চলাইট" শুরু করলে, তিনি ঢাকাতেই ছিলেন।
যুদ্ধের পুরো সময় তিনি পাকিস্তান কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন অধিকৃত ঢাকায় (Occupied Dhaka) অবস্থান করেন। পুরো ১৯৭১ সালে পাকিস্তান সরকারের অধীনে সরকারি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।
৪। মেজর জিয়াউর রহমান - ১১ নং সেক্টর কমান্ডার ছিলেন, বহু গেরিলা অভিযান পরিচালনা করেন।
৫। আবদুস সাত্তার - ১৯৭১ সালের মার্চে যখন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়, তখন আবদুস সাত্তার ছিলেন পূর্ব পাকিস্তান হাইকোর্টের বিচারপতি হিসেবে অবসরোত্তর সরকারি দায়িত্বে যুক্ত, এবং ঢাকাতেই অবস্থান করছিলেন। তিনি পাকিস্তানকর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন অধিকৃত ঢাকায় (Occupied Dhaka) অবস্থান করেন।
৬। হুসেইন মুহম্মদ এরশাদ - মার্চ ১৯৭১ সালে পাকিস্তান সরকার বাংলাদেশের (তৎকালীন পূর্ব পাকিস্তান) ওপর দমন অভিযান শুরু করলে এরশাদ তখন পশ্চিম পাকিস্তানে (বর্তমান পাকিস্তান) অবস্থান করছিলেন। তিনি তখন সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল ব্রাঞ্চে, চাকলালা (রাওয়ালপিন্ডি) এলাকায় কর্মরত ছিলেন। অর্থাৎ, তিনি স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানের মূল ভূখণ্ডে ছিলেন, বাংলাদেশে ছিলেন না। ১৯৭৩ সালে দেশে ফিরে আসেন।
৭। শাহাবুদ্দিন আহমদ - তিনি মুক্তিযুদ্ধের ঢাকায় জেলা ও দায়রা জজ (District & Sessions Judge) পদে দায়িত্ব পালন করছিলেন। অর্থাৎ, তিনি সেই সময়ও পাকিস্তান সরকারের চাকরিতে ছিলেন, তবে তাঁর দায়িত্ব ছিল বিচারিক।
৮। এ. কিউ. এম. বদরুদ্দোজা চৌধুরী - পাকিস্তান সেনারা বুদ্ধিজীবীদের ওপর দমন অভিযান চালালে তিনি জীবন বাঁচানোর জন্য আত্মগোপনে চলে যান।
৯। আব্দুর রহমান বিশ্বাস - জেলার জেলা প্রশাসক (ডিসি) হিসেবে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান সরকারের অধীনে চাকরি করেন।
১০। অধ্যাপক ইয়াজউদ্দিন আহমদ - সরাসরি সামরিক বা প্রশাসনিক দায়িত্ব নয়; বাংলাদেশ পন্থী বুদ্ধিজীবী ছিলেন।
১১। মোঃ জিল্লুর রহমান - সাধারণত স্থানীয় রাজনীতিবিদ ও মুক্তিযুদ্ধ সমর্থক হিসেবে মূল্যায়ন করা হয়। সরাসরি যুদ্ধ বা প্রশাসনিক নেতৃত্বে অংশগ্রহণের কোনও তথ্য পাওয়া যায়নি।
১২। মো. আবদুল হামিদ - সরাসরি যুদ্ধক্ষেত্রে লড়াইয়ে অংশগ্রহণের তথ্য পাওয়া যায় না, তবে তিনি রাজনৈতিক ও মানবিক সহায়তা প্রদান করেছিলেন।
১৩। মো. সাহাবুদ্দিন চুপ্পু - তিনি তখন কিশোর-কিশোরী বয়সে ও ছাত্র হিসেবে ঢাকা বা রংপুরে অবস্থান করছিলেন।
১৪। শেখ হাসিনা - মুক্তিযুদ্ধ শুরু হলে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। এমনকি বঙ্গবন্ধুর শাসন আমলেও ফিরে আসেন নি। স্বাধীনতার পর প্রথম বাংলাদেশে আসেন ১৯৭৮ সালে।
১৫। খালেদা জিয়া - বাংলাদেশেই ছিলেন
১৬। শাহ আজিজুর রহমান - পাকিস্তান সরকারের পক্ষে; স্বাধীনতাপ্রাপ্ত বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধী ছিলেন। স্বাধীনতার পর সাজাপ্রাপ্ত হয়েছিলেন।
১৭। আবু সাদাত মোহাম্মদ সায়েম - মুক্তিযুদ্ধের সময় তিনি বিচার বিভাগে দায়িত্ব পালন করছিলেন, পাকিস্তান সরকারের প্রশাসনিক কাঠামোর অংশ হিসেবে।
১৮। আতাউর রহমান খানকে মুক্তিযুদ্ধের সময় সক্রিয় মুক্তিযোদ্ধা হিসেবে দেখা যায় না
১৯। কাজী জাফর আহমদ - মুক্তিযুদ্ধ চলাকালীন তিনি ছিলেন পাকিস্তান সরকারের পক্ষে রাজনীতিতে যুক্ত। মুক্তিযুদ্ধের পক্ষে বা মুজিবনগর সরকারের সঙ্গে সরাসরি কোনো ভূমিকা নেননি।
